করোনায় প্রতিদিন নতুন রেকর্ড !

করোনায় প্রতিদিন নতুন রেকর্ড !

অনলাইন ডেস্ক

করোনা মহামারীতে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর মিছিল থেমে নেই। প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। এরইমধ্যে সারাবিশ্বে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৮ হাজার মানুষের। আর আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে।

 
যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৭১ হাজার, ব্রাজিলে ৩৩ হাজার আর ভারতে শনাক্ত হয়েছে ৩৪ হাজার। একদিনে সর্বোচ্চ মারা গেছে ব্রাজিলে, ১ হাজার ১১০ জন। এছাড়া প্রবল মাত্রায় সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া ও মেক্সিকোতে।  
করোনা মহামারী রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ, জি-20 ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে রেকর্ড এক হাজার তিনশো কোটি ডলার ত্রাণ সহায়তার জন্য তহবিল গঠনের আবেদন জানিয়েছে জাতিসংঘ।  
এদিকে করোনা ভাইরাসের মূল উৎস সম্পর্কে জানতে একটি বড়সড় দল পাঠাতে পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরইমধ্যে চলতি মাসে দুই সদস্যের একটি দল তদন্ত চালাতে চীনে পৌছেছে।