পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন

অনলাইন ডেস্ক

নাটোরের লালপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুকুর থেকে নিহত স্মৃতি বেগমের (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মোহরকয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্মৃতি বেগম মোহরকয়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের পুকুরে একটি মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন মরদেহটি স্মৃতির বলে নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলুর মেয়ে স্মৃতির সঙ্গে ইংরেজের ছেলে আব্দুল জাব্বারে (৩০) বিয়ে হয়।

তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু জব্বার পরকীয়ার জড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তাদের ধারণা এরই জের ধরে এই হত্যাকাণ্ড।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ