ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি অবনতি

ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতি অবনতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পদ্মা নদীর পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

টানা কয়েকদিন ধরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলার নর্থচ্যানেল, চরমাধদিয়া, ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়নের কয়েক হাজার ঘড়-বাড়ি, স্কুল, মসজিদ, মাদ্রাসা পানিতে তলিয়ে গেছে।

এসব এলাকার পানিবন্দি হাজারো মানুষ গৃহপালিত পশু পাখি নিয়ে আশ্রয় গ্রহণ করেছেন বেড়িবাঁধের উপর।  
এছাড়াও পানির স্রোতে ফরিদপুর-সদরপুরের চলাচলের একমাত্র রাস্তা ভেঙ্গে যাওয়া যান চলাচল বন্ধ রয়েছে। নষ্ট হয়েছে হাজার হাজার বিঘার ফসলের ক্ষতি হয়েছে।

এদিকে,পদ্মা, মধুমতি ও আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলা ছাড়াও সদরপুর চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।

নতুন করে প্লাবিত হয়েছে আরো কয়েকটি গ্রাম। এই চারটি উপজেলার ৩৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। এসব এলাকায় গো-খাদ্য ও বিশুদ্ধ খবার পানির শংকট দেখা দিয়েছে।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ