টাঙ্গাইলে চারজন হত্যার ঘটনায় মামলা দায়ের

টাঙ্গাইলে চারজন হত্যার ঘটনায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরের পৌর এলকায় একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে মধুপুর থানায় হত্যা মামলাটি করেন নিহত গনি মিয়ার বড় মেয়ে সনিয়া বেগম। এর আগে, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম বুচি (৩৫), ছেলে তাইজুল (১৬) ও আট বছরের মেয়ে সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গনি মিয়ার স্ত্রীর তিন আত্মীয়কে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডে জড়িতরা পূর্ব পরিচিত। তারা গেট বা দরজা ভেঙে প্রবেশ করেনি। তারা সেখানে হত্যার আগে থেকে ছিলো, ধস্তাধস্তিও হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে গনি মিয়ার বড় মেয়ে পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে বিষয়টি তাদের স্বজনদের জানালে শুক্রবার সকালে বাড়ির মূল ফটক তালাবন্ধ অবস্থা ও বাড়ির ভিতর থেকে বিকট গন্ধ বের হলে, তালা ভেঙে ঘরে প্রবেশ করলে চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ