খুলনায় মশিয়ালী হত্যাকাণ্ড: তিন আসামি রিমান্ডে

খুলনায় মশিয়ালী হত্যাকাণ্ড: তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার মামলার অন্যতম আসামি শেখ জাফরিনকে আট দিনের এবং অপর দুই আসামি আরমান ও জাহাঙ্গীরকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানা-পুলিশের উপ-পরিদর্শক লুৎফুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আসামির জিজ্ঞাসাবাদের জন্য মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তরিকুল ইসলাম আসামি শেখ জাফরিনকে আট দিনের এবং অপর দুই আসামি আরমান ও জাহাঙ্গীরের
সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ১৬ জুলাই রাতে আধিপত্য বিস্তার নিয়ে আসামিদের গুলি বর্ষণে নজরুল ফকির, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। এতে ক্ষিপ্ত এলাকাবাসী প্রতিপক্ষের জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে। এছাড়া হত্যাকারী সন্দেহে কয়েকজনের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর