বিশ্বে গেল ২৪ ঘন্টায় করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে গেল ২৪ ঘন্টায় করোনায় ৫ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে করোনার প্রকোপে সংক্রমন ও মৃত্যু বাড়ছেই। গেল ২৪ ঘন্টায় আরো ২ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। প্রাণহাণি সাড়ে ৫ হাজারের বেশি। এসব ঘটনায় বিশ্বে কভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে।

আর মোট আক্রান্ত ১ কোটি ৫০ লাখের বেশি।
ভাইরাসটির ছোবলে বির্পযস্ত যুক্তরাষ্ট্র। গেল ১ দিনে দেশটিতে ৬৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণহাণি হয়েছে ১১শর বেশি।
তবে গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, ১ হাজার ৩৪৬ জনের।   এদিকে, ভারতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। দেশটিতে গেল ২৪ ঘন্টায় আরো ৩৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত  ও ৬শ ৭২ জনের মৃত্যু হয়েছে। করোনার এই পরিস্থিতিতে  অবশেষে মার্কিনিদের মাস্ক পড়া উচিৎ বলে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেইসঙ্গে চীনের বিরুদ্ধে করোনার ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগও আনেন তিনি। তবে স্বস্তির খবর হলো, এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৯১ লাখের বেশি  মানুষ।