করোনা বিধিনিষেধ কঠোর করতে জিম্বাবুয়েতে কারফিউ

করোনা বিধিনিষেধ কঠোর করতে জিম্বাবুয়েতে কারফিউ

অনলাইন ডেস্ক

নভেল করোনা ভাইরাসের বিধিনিষেধ কঠোর করতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সারা দেশ কারফিউ জারি করেছে জিম্বাবুয়ে সরকার।  

স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। আজ বুধবার (২২ জুলাই) থেকে এ ঘোষণা কার্যকর হবে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে এবং তা তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী।

শুধু জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।  

প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া বলেছেন, ‘সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ করা যাবে না। কেউ শর্ত ভঙ্গ করলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তির আওতায় আনা হবে। ’

গেল সোমবার জিম্বাবুয়ে পুলিশের হাতে এক প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী দলীয় নেতা গ্রেফতার হওয়ার পর এই কারফিউ জারি করা হলো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে জনগনকে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।  

জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ১ হাজার ৭০০’র বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ২৬ জনের।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)   

সম্পর্কিত খবর