পিরোজপুরে করোনাকালে কিস্তি আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুরে করোনাকালে কিস্তি আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে করোনাকালে কৃষক, শ্রমিক ও মজুরদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।  

বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে জেলা কমিউনিস্ট পার্টি অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এসময় তারা বলেন, করোনার কারণে দীর্ঘদিন কোন আয় উপার্জন নেই। এ অবস্থায় কিস্তির টাকা আদায় কিছু দিন বন্ধ রাখার দাবি জানান তারা।

এছাড়াও সকল গরীব-দুঃখীদের বিনামুল্যে খাদ্য বিতরন, গ্রামে গ্রামে করোনার র‌্যাপিড টেস্ট ও নমুনা সংগ্রহ বুথ স্থাপনসহ বেশ কিছু দাবি তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডাঃ তপন বসু, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হালিম, কমিউনিস্ট পার্টির নেতা স্বপন চক্রবর্তীসহ আরো অনেকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ