নোয়াখালীতে করোনা পরীক্ষার ফি বাতিলসহ কয়েক দফা দাবীতে মানববন্ধন, পুলিশের বাধা

নোয়াখালীতে করোনা পরীক্ষার ফি বাতিলসহ কয়েক দফা দাবীতে মানববন্ধন, পুলিশের বাধা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে করোনা পরীক্ষা ফি বাতিল, বন্ধ পাটকল চালু, শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি সরকারকে বহন করাসহ কয়েক দফা দাবীতে মানববন্ধন করেছে মার্কসবাদী দল।  

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালনকালে সুধারাম থানা পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

এ সময় বক্তব্য রাখেন, দলের জেলা আহ্বায়ক দলিলুর রহমান দুলাল, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি তারকেশ্বর দেবনাথ নান্টু, বাসদ জেলা কমিটির সদস্য কাজী জহির উদ্দিনসহ আরো অনেকে।

 
এসময় বক্তারা বলেন, অনির্বাচিত সরকার ছোট একটি আন্দোলনকেও ভয় পায়। পুরো বিশ্বে স্ব স্ব সরকার যখন করোনার পরীক্ষা ও চিকিৎসা ফ্রি করাচ্ছে, তখন বাংলাদেশে করোনার পরীক্ষায় সরকার ফি ধরেছে। আর চিকিৎসায় অনিয়মন দুর্নীতি করছে। এ নিয়ে আন্দোলনে গেলেও বাধা দিচ্ছে সরকারের পুলিশ বাহিনী।
বক্তারা করোনা পরীক্ষাসহ সকল চিকিৎসা সরকারিভাবে করানো, সকল বন্ধ পাটকল চালু করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি সরকারিভাবে বহন করার দাবী জানান।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ