বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত

বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ লাখ ৭৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় আবারো বেড়েছে সংক্রমন ও মৃত্যু। গেল ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ ২ লাখ ৭৯ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। প্রাণহাণি  ৭ হাজারের বেশি। এসব ঘটনায় বিশ্বে কভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে।


আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখের বেশি। ভাইরাসটির ছোবলে যুক্তরাষ্ট্রে ১ দিনে সর্বোচ্চ ৭১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ।   মারা গেছে  ১২শর বেশি মানুষ। তবে গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহাণি হয়েছে ব্রাজিলে, ১ হাজার ২শ ৯৩ জনের।
  এদিকে, ভারতেও ১ দিনে সর্বোচ্চ ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দৈনিক মৃত্যুতেও এশিয়ার এই দেশটি গড়েছে নতুন রেকর্ড। ভারতে গত ২৪ ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ ১ হাজার ১শ ২০ জন।   এই পরিস্থিতিতে মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২১ এর আগে ভ্যাকসিন পাওয়ার কোন আশা নেই। তবে স্বস্তির খবর হলো, এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৯৩ লাখের বেশি  মানুষ।