আজ উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবায়ু পুনর্বাসন প্রকল্প

আজ উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবায়ু পুনর্বাসন প্রকল্প

অনলাইন ডেস্ক

কক্সবাজারের খরুশকুল এলাকায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য আজ উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবায়ু পুনর্বাসন প্রকল্প। ভিডিও কনারেন্সিং এর মাধ্যমে সরকারের শীর্ষ দশ প্রকল্পের অন্যতম এই প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা বলছেন শুধু আবাসন নয় জলবায়ু উদ্বাস্তুদের কাজের সংস্থানও নিশ্চিত হবে এই প্রকল্প থেকে।  
 কয়েক হাজার পরিবার জলবায়ু পরিবর্তণের বিরূপ প্রভাবে সর্বস্ব হারিয়ে এখানে চলে আসতে বাধ্য হয়েছেন।

যাদের বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু।
জলবায়ু উদ্বাস্তুদের আবাসনের জন্য কক্সবাজারের বাঁকখালী নদীর কূল ঘেষে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা গুলো। গুলমোহর, গোলাপ কিংবা ঝিনুক। ভবন গুলোর এমন নান্দনিক নাম দিয়েছেন সরকার প্রধান নিজেই।
প্রথম পরয়ায়ে এখানকার ২০টি ভবনে ঠাঁই পাচ্ছে ৬শ পরিবার।
পুরো প্রকল্পে মোট ভবন হবে ১শ ৩৯ টি। আশ্রয় পবে সাড়ে ৪ হাজার পরিবার। শুধু উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই নয়। এই এলাকটিকে অধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের।
জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে জাতি সংঘের যে  সংস্থা কাজ করছে, সাবেক মহাসচিব বানকি মুনের সঙ্গে সে সংস্থার কো চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।