ইরান-চীন কৌশলগত চুক্তি কোনো অস্বাভাবিক বিষয় নয়

ইরান-চীন কৌশলগত চুক্তি কোনো অস্বাভাবিক বিষয় নয়

অনলাইন ডেস্ক

ইরান ও চীনের মধ্যে চূড়ান্ত হতে যাওয়া দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তি অস্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি। তিনি বলেন, ইরান ও চীনের মধ্যকার সুদীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে এই চুক্তি উঠে এসেছে।

রাশিয়ার ‘রাশাটুডে’ নিউজ চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তিনি। মাজিদ তাখতে রাভানচি বলেন, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শত শত বছরের পুরনো।

কাজেই অর্থনৈতিক বিষয়সহ দু’দেশের স্বার্থ রক্ষা করে এমন যেকোনো বিষয়ে তেহরান ও বেইজিং আলোচনা এবং চুক্তি সই করতেই পারে।

ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, কাজেই ইরান ও চীনের মধ্যে চুক্তি সই কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমরা এমন একটি চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছি যা দু’দেশেরই স্বার্থ রক্ষা করবে।

ইরান এর আগে বলেছে, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি কৌশলগত চুক্তি সই করার বিষয়ে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা চলছে।

আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন চালানোর পাশাপাশি এই লেনদেন থেকে মার্কিন ডলার বাদ দেওয়া হবে চুক্তির অন্যতম প্রধান দু’টি লক্ষ্য।

এ চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বলয় ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে আসবে এবং ইরানকে কোণঠাসা করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ