করোনা ভ্যাকসিন ২০২১ সালের আগে বাজারে আসার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে ভাইরাস থেকে দ্রুত মুক্তির আশা জেগে উঠেছে৷ তবে ২০২১ সালের আগে করোনার প্রথম ভ্যাকসিনের আশা করা যাবে না বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করলে হিতের বিপরীত হতে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও। বুধবার এক সংবাদ সম্মেলনে সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান জানান, নিরাপত্তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নিরিখে কোন ভ্যাকসিনই এখনো অসফল প্রমানিত হয়নি৷ ভ্যাকসিন বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে বলেও জানান তিনি। এদিকে, অক্সফোর্ডের পাশাপাশি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মানীর বায়োএনটেকের টিকা নিরাপদ জানার পর ফাইজারের তৈরি ভ্যাকসিনের ৬০ কোটি ডোজ কিনে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার ট্রাম্প জানান, ফাইজারের সঙ্গে সরকারের চুক্তি হওয়ায় বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন মার্কিনিরা।