শেরপুরে বন্যার পানিতে পাঁচ জনের মৃত্যু

শেরপুরে বন্যার পানিতে পাঁচ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

শেরপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আরও এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলায় গত পাঁচ দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে দুই শিশু, এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ মাছ ধরতে গিয়ে নিহত সজিব মিয়া (১৬) ওই গ্রামের আফিল মিয়ার ছেলে।

সে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, সকাল ১০টার দিকে বন্যার পানিতে টইটুম্বুর কৈয়া জাল দিয়ে মাছ ধরতে যায় মাদরাসাছাত্র সজিবসহ ৪ জন। কিন্তু মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তারা পানির ঘূর্ণিপাকে পড়ে যায়।

 

অন্যরা সাঁতরে সেখান থেকে উদ্ধার পেলেও সজিবের আর খোঁজ মেলেনি। স্থানীয় লোকজন প্রায় আধঘণ্টা পর ঘূর্ণিপাকের কিছুদূরে অচেতন অবস্থায় তাকে ভেসে উঠতে দেখে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল