২১ দিন পর উঠলো ওয়ারির লকডাউন ,মধ্যরাত থেকে খুলেছে সব প্রবেশপথ

অনলাইন ডেস্ক

রাত ১২টায় তুলে নেয়া হলো রাজধানীর ওয়ারির লকডাউন। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর হতে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় তুলে নেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেয়া হচ্ছে। তবে এলাকাজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে।

করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর ওয়ারিতে গত ৪ জুলাই থেকে লকডাউন ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।