নিখোঁজের ১৮ ঘণ্টা পর ভোগাই নদে কলেজছাত্রের লাশ

নিখোঁজের ১৮ ঘণ্টা পর ভোগাই নদে কলেজছাত্রের লাশ

অনলাইন ডেস্ক

শেরপুরের নকলায় ভোগাই নদে ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পর মো. পলাশ মিয়া (২১) নামে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার বিড়নের ঘাট ব্রীজপাড় এলাকা থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার দুপুরে বিড়নের ঘাট ব্রীজপাড়ে গোসল করতে গিয়ে পলাশ নিখোঁজ হন।

পলাশ উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা উত্তরপাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে এবং নকলা হাজী জালমামুদ কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পলাশ কয়েকজন বন্ধুর সঙ্গে ভোগাই নদে গোসলের জন্য বিড়ন ঘাট ব্রীজপাড়ে যান। গোসল শেষে সবাই যাঁর যাঁর মতো বাড়ি ফিরে গেলেও পলাশ সবার অজান্তে পানিতে ডুবে নিখোঁজ থাকেন। সন্ধ্যা হয়ে গেলেও পলাশ বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী শুক্রবার রাতে নদীতে তাঁর সন্ধান শুরু করেন। অবশেষে আজ সকালে জামালপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিড়নের ঘাট ব্রীজপাড় এলাকায় নদী থেকে পলাশের লাশ উদ্ধার করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)   

সম্পর্কিত খবর