শ্রীদেবীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

শ্রীদেবীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শ্রীদেবীর মরদেহ ভারতে নেয়ার অনুমতি দিল দুবাই পুলিশ। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করে।  

খবরে জানানো হয়, দুবাই পুলিশ দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট এবং শ্রীদেবীর পরিবারের হাতে মরদেহ ভারতে নেয়ার ছাড়পত্র দিয়েছে।  

তিনদিন ধরে সারা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছিল শ্রীদেবীর মৃতুরহস্য নিয়ে।

মরদেহ কবে দেশে আনার অনুমতি দেবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল নানা মহলে।

শেষ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, মরদেহ আনার প্রক্রিয়া সম্পন্ন হতে দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।

উল্লেখ্য, শনিবার দুবাইয়ের বিলাসবহুল হোটেল জুমিরাহ এমিরেটস টাওয়ারে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় শ্রীদেবী কাপুরের দেহ। প্রথমে হোটেলের মেডিকেল দল সংজ্ঞাহীন শ্রীদেবীর চিকিৎসা শুরু করেন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৫৪ বছরেই মেঘে ঢাকা পড়ে বলিউডের এ তাঁরা।  

প্রয়াত এই অভিনেত্রী ভারতের খ্যাতমান প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। বিয়ের পর প্রায় ১৫ বছর বিরতীর পর ২০১২ সালে গৌরী শিন্ডে পরিচালিত ‘ইংলিশ-ভিংলিশ’ ছবিটির মাধ্যমে আবার চলচ্চিত্রে ফেরেন। ছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। গত বছর রবি উদ্যাওয়ারের ‘মম’ ছবিতে অভিনয় করে বক্স অফিসে সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।

সম্পর্কিত খবর