বিশ্বে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ

বিশ্বে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ

অনলাইন ডেস্ক

সারাবিশ্বে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে, আগের চেয়ে বেশি খারাপ অবস্থার দিকে যাচ্ছে কোন কোন দেশ। সংকটজনক অবস্থায় রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও স্পেনের মতো উন্নত দেশগুলো।  
গেলো কয়েকদিনে ধরেই স্পেনে প্রতিদিন এক থেকে দুই হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে প্রবল মাত্রায় সংক্রমণ।

২৪ ঘন্টায় সবশেষ খবরে দেশটিতে আক্রান্ত হয়েছে  আরো প্রায় ২৮ হাজার মানুষ।   ব্রাজিলে এরই মধ্যে ২৪ লাখ ছাড়িয়ে গেছে সংক্রমণ। ভারতের অবস্থাও বেশ নাজেহাল। নতুন করে আক্রান্ত প্রায় ৩২ হাজার মানুষ।
  এ নিয়ে সারাবিশ্বে মোট সংক্রমণ ১ কোটি ৬৪লাখের বেশি মানুষ। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার।