ঈদে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

ঈদে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

অনলাইন ডেস্ক

এবার ঈদে রেল ও বাস- কোন পরিবহণেই অগ্রিম টিকিট বিক্রি করা হবে না। রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই সীমিত পরিসরে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। একই সিদ্ধান্ত দূর পাল্লার বাস সার্ভিসের ক্ষেত্রেও। ঈদের এক সপ্তাহ আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ।

  ঈদের আগ মুহুর্তে ভিড়ের আশঙ্কা থাকায় খানিকটা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই বাড়ীর পথে রওনা হচ্ছেন অনেকেই।  
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদে অগ্রিম টিকিট বিক্রি করবে না সড়ক পরিবহণ সংশ্লিষ্টরা। অর্ধেক যাত্রী নিয়েই গন্তব্যে যাবে বাস। আর সে ক্ষেত্রে বরাবরের মতোই স্বাস্থবিধি মেনে যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

কমলাপুর রেল স্টেশনে এখন শুনশান নিরবতা। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন টেলিফোনে নিউজ টোয়ন্টিফোরকে জানান, শারীরিক দূরত্ব বজায় রেখে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন যেভাবে এখন চলছে ঈদেও সেভাবেই চলবে।