১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

১০ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বকেয়া মজুরি, বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, মজুরি কমিশন অনুযায়ী আলিম জুট মিলে অর্থ বরাদ্দসহ ১০ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  

সোমবার (২৭ জুলাই) নগরীর খালিশপুরে প্লাটিনাম জুট মিল, বিআইডিসি রোড ও খালিশপুর জুট মিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহবানে এই কর্মসূচি পালিত হয়েছে।  
মানববন্ধনে বক্তারা আলীম জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, খালিশপুর-দৌলতপুর জুট মিলসহ ৫টি দৈনিক ভিত্তিক মিলে মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, পিচ রেট শ্রমিকদের মজুরি কমিশন অনুযায়ী মজুরি প্রদান, কোরবানীর আগে ঈদ বোনাস ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুর দাবি জানান তারা।

এসময় পাটকল শ্রমিক নেতা হেমায়েত উদ্দিন আজাদী, শাহানাজ পারভীন, সোহরাব হোসেন, মুরাদ হোসেন ও খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ