দ্বিতীয় বারের মতো ভাঙ্গল ফরিদপুরের শহর রক্ষা বাঁধ

দ্বিতীয় বারের মতো ভাঙ্গল ফরিদপুরের শহর রক্ষা বাঁধ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর শহর রক্ষা বেড়িবাঁধ দ্বিতীয় বারের মতো ভেঙ্গে বর্ধিত পৌরসভার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে একই জায়গা থেকে শহর রক্ষা বেড়িবাঁধ দ্বিতীয় বারের মতো ভেঙ্গে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে বর্ধিত পৌর সভার ২৪ও ২৫ নং ওয়ার্ড । তাছাড়া পানির তোরে ভেঙ্গে গেছে বেড়িবাঁধের নিকটে থাকা একটি বসত বাড়ি।  

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা জানান, গত ১৮ তারিখ শনিবার বিকাল থেকে শহর রক্ষা বাঁধের বেশ কয়েকটি জায়গায় ছোট গর্ত হয়ে হালকাভাবে পাশি বের হতে থাকে।

সেই রাতেই পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে শহর রক্ষা বাধ রক্ষার চেষ্টা চালায়। কিন্তু পানির চাপ বেশি থাকায় রবিবার ভোরে সাদিপুর এলাকায় শহর রক্ষা বাঁধের একটি অংশ ভেঙ্গে বর্ধিত পৌরসভার কয়েকটি এলাকা প্লাবিত হয়।

খবর পেয়ে পার্নি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গনটি মেরামত করে। কিন্তুু পদ্মানদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় পানির চাপে একই স্থানে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল