বইমেলায় নঈম নিজামের 'রংমহল'-এর দ্বিতীয় সংস্করণ

বইমেলায় নঈম নিজামের 'রংমহল'-এর দ্বিতীয় সংস্করণ

বইমেলায় নঈম নিজামের 'রংমহল'-এর দ্বিতীয় সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

মহান একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে খ্যাতিমান সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজামের প্রথম উপন্যাস 'রংমহল'। সাড়া জাগানো এই উপন্যাসটির প্রথম সংস্করণ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। চলতি সপ্তাহ থেকে রংমহলের দ্বিতীয় সংস্করণ বইমেলায় পাওয়া যাচ্ছে।  

রংমহলের মূল কাহিনী ওয়ান-ইলেভেনের সময়কার দেশের রাজনীতি, আত্মগোপনে থাকা রাজনৈতিক নেতাদের যাপিতজীবন, প্রেম ও মানবিক টানাপড়েন।

বইটি পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশন, প্যাভিলিয়ন ২২-এ।  

নঈম নিজামের আরেকটি বই ‘জেনারেল মইনকে বিদায় করেছিলেন প্রণব’ প্রকাশিত হয়েছে সূচীপত্র প্রকাশনী থেকে। বইটি নির্বাচিত কলাম সংকলন। এখানে উঠে এসেছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সমাজ ও রাজনীতির নানা বিশ্লেষণ।

 

প্রকাশকরা জানান, প্রতি বছরই মেলায় নঈম নিজামের বই বের হয়। তবে এবারকার দু'টি বই-ই ব্যতিক্রম। পাঠকমহলে রীতিমতো ঝড় তুলেছে। ধারণা করা হচ্ছে, রংমহলের মতো ‘জেনারেল মইনকে বিদায় করেছিলেন প্রণব’ বইটিরও দ্বিতীয় সংস্করণ বের করতে হবে। বইটি পাওয়া যাচ্ছে সূচীপত্রের ৩৪৮, ৩৪৯ ও ৩৫০ নম্বর স্টলে। অজানা অনেক রাজনৈতিক তথ্য আছে এই বইতে।

সম্পর্কিত খবর