ফেনসিডিলসহ ধরা ছাত্রলীগ নেতা, ছাড়া পেতে পুলিশকে মারধর

ফেনসিডিলসহ ধরা ছাত্রলীগ নেতা, ছাড়া পেতে পুলিশকে মারধর

অনলাইন ডেস্ক

ফেনসিডিলসহ পুলিশে হাতে ধরা পড়লেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার এক সহযোগি।

মঙ্গলবার বিকেলে তাকে পুলিশ আটক করে বলে নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার।

তিনি জানান, ছাত্রলীগের ওই সাবেক নেতার কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আটকের সময় ছাত্রলীগের সাবেক ওই নেতা ও এনাম হক নামে তার এক সহযোগী পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিনকে বেধড়ক মারধর করেছেন।

মাসুম বিল্লাহকে আটকের পরপরই সরাইল থানায় অবস্থান করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান আবু হানিফসহ মাসুম বিল্লাহ'র কিছু কর্মী-সমর্থক। তাকে ছাড়িয়ে নিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও তোড়জোড় শুরু করেন।

এ ঘটনায় একাধিক পুলিশ সদস্য বলছেন, এমন অবস্থা হলে পুলিশের কেউই তো কাজ করতে চাইবে না।
এদিকে আটকের পর থেকে কয়েক ঘণ্টা জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের ফোন কল রিসিভ করেননি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর