‌‘অন্ধ-বধিরের মতো সমালোচনা করবেন না’

‌‘অন্ধ-বধিরের মতো সমালোচনা করবেন না’

যশোর প্রতিনিধি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী একটি দিনের জন্য ঘরে বসে নেই তখন বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে কথা বলেন। জগণের পাশে নেই। করোনাকালীন পরিস্থিতিতে যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সফলভাবে নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও হার পৃথিবীর সর্বনিম্ন যে কয়টি দেশ তার মধ্যে বাংলাদেশের নাম।

ভারত, পাকিস্তানের চেয়ে মৃত্যুর হার কম।

তিনি বলেন, এটি (বাংলাদেশ) খেটে খাওয়া মানুষের দেশ। আজ ৫ মাস করোনায় আক্রান্ত। এই ৫ মাসে কেউ না খেয়া মারা যায়নি।

দেশে খাদ্যের জন্য হাহাকার নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছে।

ড. হাসাছান মাহমুদ বলেন, বাংলাদেশ করোনাকালীন সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে তা পৃথিবীর কোনো দেশে দেওয়া হচ্ছে না। যারা ইউনিয়নের সদস্য নয় তাদেরও এই অনুদান দেওয়া হচ্ছে। প্রতিদিন আওয়ামী লীগের সমালোচনা না করলে ভালো লাগে না তাদেরও সহায়তা দেওয়া হবে। যারা সমালোচনা করেন তারা অন্ধ-বধিরের মতো সমালোচনা করবেন না।

যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ অন্যরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর