ঘুমন্ত ব্যক্তির গলায় ছুরি চালিয়ে হত্যা

ঘুমন্ত ব্যক্তির গলায় ছুরি চালিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার আড়ংঘাটায় ঘুমন্ত ব্যক্তির গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে।   হত্যার শিকার ব্যক্তির নাম  মো. বাচ্চু শেখ (৩২)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মহানগরের আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরেই এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু শেখ স্থানীয় মো. আমজাদ শেখের ছেলে।

  

খুলনা  মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস ফেরত বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে এক ব্যক্তি তাদের ঘরে ঢুকেই ধারাল ছুরি দিয়ে বাচ্চুর গলায় আঘাত করেন। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

এতে তিনি অচেতন হয়ে পড়েন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে স্থানীয়রা জানান, দেশে ফিরে ওই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।

অপরদিকে বেশ কিছু প্রতিবেশীর দাবি, বাচ্চু তার ফুপাতো ভাই নবীর ভূইয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানার পর থেকে নবীর তাদের ওপর চরমভাবে ক্ষিপ্ত। যার জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নবীর বাড়ি থেকে চলে যান। এর জেরেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর