চার্টার্ড ফ্লাইটে কাতার থেকে ফিরলেন ৪১৬ বাংলাদেশি

চার্টার্ড ফ্লাইটে কাতার থেকে ফিরলেন ৪১৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন ৪১৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি।

ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে কাতার ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনা নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করায় এদের কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

এর আগে গত ২৮ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফেরেন ৩৯৬  বাংলাদেশি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর