মিরপুরের ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের ভাষানটেক বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট টানা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তাদের সঙ্গে আরো চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ’

‘সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এখন অগ্নিনির্বাপণের কাজ চলছে। ’

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি লিমা খানম। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল