কোরবানির স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

কোরবানির স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহায় কোরবানির স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘কুরআনে পশু কোরবানি দেওয়ার নিয়ম আছে। এজন্য পশুর হাট চলছে।

হাটে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য। ’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘ক্রেতা-বিক্রেতা ছাড়াও যারা বিভিন্ন কাজ করছেন, প্রত্যেকের জন্য স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। ’ তিনি বলেন, ‘কোরবানি চলাকালে বাসাবাড়িতে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব, সেগুলোও বলা হয়েছে। কোরবানি পরবর্তী সময়ে কী করব, সবকিছুতে স্বাস্থ্যবিধির নির্দেশনা দেওয়া আছে।

আপনারা সকলেই এই স্বাস্থ্যবিধিগুলোর প্রতি খেয়াল রাখবেন। তবেই আমরা এমন একটি মারাত্মক মহামারি থেকে নিজেদের মুক্ত রাখতে পারব। ’

অতিরিক্ত পরিচালক আরও বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া শুধু যারা কাজ করে যাচ্ছেন, তাদের পক্ষে এই মহামারি প্রতিরোধ সম্ভব নয়। এ ছাড়া করোনা প্রতিরোধের জন্য আমরা যেন সচেষ্ট থাকি, সচেতন থাকি। আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলছি, সেগুলো যেন কঠোরভাবে মেনে চলি। তবেই এই রোগ প্রতিরোধ সম্ভব। বিধিগুলোর মধ্যে আমরা সর্বদাই বলে থাকি, আপনারা মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল