ঈদে বেনাপোল দিয়ে ৩ দিন ও ভোমরা স্থল বন্দর দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ

ঈদে বেনাপোল দিয়ে ৩ দিন ও ভোমরা স্থল বন্দর দিয়ে ৬ দিন বাণিজ্য বন্ধ

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থল বন্দর ও ভারতের পেট্রাপোল স্থল বন্দর দিয়ে আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। অন্যদিকে, ভোমরা স্থল বন্দর ও ভারতের ঘোঁজাডাঙা স্থল বন্দরের মধ্যে একটানা ৬ দিনের জন্য বাণিজ্য বন্ধ থাকবে।    

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, ‘শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দু’দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটি।

শনিবার ও রবিবার ঈদের ছুটি থাকার পরে সোমবার থেকে আবারো যথারীতি বাণিজ্যের কাজ চলবে। ’   

অন্যদিকে, ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোমরা স্থল বন্দর দিয়ে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ ৬ দিনের জন্য ঈদের ছুটি থাকছে। ৫ আগস্ট বুধবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত শুরু হবে।

করোনাজনিত লকডাউনের মধ্যে দীর্ঘদিন দু’দেশের মধ্যে বাণিজ্যের পণ্যবাহী ট্রাকের যাতায়াত বন্ধ ছিল।

পরবর্তীতে তা চালু হয়। এবার ঈদের ছুটির পরে পুনরায় তা স্বাভাবিক হবে বলে বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আশাপ্রকাশ করেছেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ