রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে সেজেছে গোটা শহর

রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে সেজেছে গোটা শহর

অনলাইন ডেস্ক

আগামি ৫ অগাস্ট ভারতের রাম মন্দিরের ভূমি পুজো। অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাম মন্দিরের ভিত্তিতে প্রস্তর স্থাপন করবেন। ওই অনুষ্ঠানকে ঘিরে অযোধ্যায় যেন শুরু হয়েছে অকাল দেওয়ালি।

 

বিভিন্ন রং বেরংঙ্গের বাতিতে সাজানো হয়েছে পুরো শহরকে।  

ভূমি পুজো উপলক্ষ্যে সেজে উঠছে অযোধ্যার একাধিক জায়গা। আলো দিয়ে সাজানো হয়েছে বহু মন্দির, গুরুত্বপূর্ণ স্থাপনা। ১ লাখ ২৫ হাজার প্রদীপ জ্বলে উঠবে সরয়ূ নদীর তীর, রাম কি পৌড়ি-সহ ২৫ টি জায়গায়।

৫ অগাস্ট ১২.১৩ মিনিটে হবে ভূমি পুজোর অনুষ্ঠান। তার আগের দিন ৪ অগাস্ট হবে রামাচার্য পুজো। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে ৩ অগাস্ট থেকে শহরের প্রতিটি বাড়িতে টানা তিন দিন প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, ৫ অগাস্ট প্রধানমন্ত্রী চপার সাকেত বিশ্ববিদ্যালেয়ের মাঠে অবতরণ করবে। সেখান থেকে তিনি অনুষ্ঠানস্থলে গিয়ে পৌঁছাবেন বেলা সাড়ে এগারোটা নাগাদ।

এদিন প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিতে ইট স্থাপন করবেন। ভূমি পুজো চলবে ১ ঘণ্টা ধরে। পুজো করবেন বারাণসীর পুরোহিতরা।

অনুষ্ঠানে থাকবেন ২৫০ থেকে ৩০০ ভিভিআইপি অতিথি। থাকবেন উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে লালকৃষ্ণ আডবানীকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ