অস্ত্র তৈরিতে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স

অস্ত্র তৈরিতে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স

অনলাইন ডেস্ক

সামরিক অস্ত্র তৈরিতে জার্মানি এবং ফ্রান্স আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে বলে জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যম ওয়েল আ্যম সনটাগ এ খবর জানিয়েছে। মার্কিন প্রযুক্তি বাদ দিয়ে দেশ দুটি সম্পূর্ণভাবে ইউরোপীয় প্রযুক্তিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করবে। আমেরিকার সঙ্গে যখন ইউরোপের বিভিন্ন দেশের বিশেষ করে ফ্রান্স ও জার্মানির নানাক্ষেত্রে টানাপড়েন চলছে তখন এই খবর প্রকাশিত হলো।

জার্মান ওই পত্রিকা আরো জানিয়েছে, জার্মানি এবং ফ্রান্স তাদের ইচ্ছামতো তৃতীয় পক্ষের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে -এমন ইচ্ছা থেকেই দেশ দু'টি মার্কিন প্রযুক্তি বাদ দিতে চাইছে।

বর্তমানে আমেরিকার আইন অনুসারে- গুরুত্বপূর্ণ ও মার্কিন স্পর্শকাতর প্রযুক্তিসম্পন্ন সামরিক সরঞ্জাম ইউরোপীয় মিত্ররা অন্য কোন দেশের কাছে বিক্রি করতে পারে না।

আমেরিকা অস্ত্র রপ্তানির আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করে থাকে এবং যেসব অস্ত্রে মার্কিন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে তা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ