নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত চীনের

নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত চীনের

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল সোমবার এ ঘোষণা দেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের আচরণ মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

গত সপ্তাহে নিউজিল্যান্ড হংকং বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করে।

ওয়েলিংটন বলেছে, “নিউজ্যাল্ড এখন আর কোনভাবেই বিশ্বাস করে না যে, হংকংয়ের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চীন থেকে স্বাধীন। যদি চীন কখনো এক দেশ, দুই ব্যবস্থা চালু করে তখন আমরা বিষয়টি বিবেচনা করে দেখব। ”

এর আগে গত সপ্তাহে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া এ চুক্তি স্থগিত করলে চীনও পাল্টা একই ব্যবস্থা নিয়েছে। এসব দেশ হচ্ছে কথিত ‘ফাইভ আইজ’ বা পঞ্চ চক্ষু ইনটেলিজেন্স জোটের সদস্য।

এর অন্য দুই সদস্য হচ্ছে নিউজিল্যান্ড ও আমেরিকা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ