দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯১৮, মৃত ৫০

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯১৮, মৃত ৫০

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা ভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৩১ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২০ জনে।

 

এদিকে আরও ১৯৫৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৯ হাজার ২৫৩ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন।

ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ২৩৪ জনে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৪, নারী ৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৫৪৯ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৮৫ জন। মৃতের হার ১ দশমিক ৩৩ শতাংশ।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল