সদরপুরের প্রধান দুই সড়কের বেহাল দশা
প্রায়াই ঘটছে দুর্ঘটনা

সদরপুরের প্রধান দুই সড়কের বেহাল দশা

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান দু'টি সড়কে খাল-খুন্দা হয়ে গাড়ি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রায়াই ঘটছে দুর্ঘটনা।  

পদ্মা সেতুর সংযোগ সড়ক গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর অংশের শৌলডুবি মজুমদার বাজার এলাকার এবং ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের সংযোগ সড়কের সদরপুর-পুকুরিয়া অংশের সংস্কার কাজ র্দীঘ ৬ মাস আগে শুরু হলেও কচ্ছপ গতিতে কাজ এগিয়ে চলায় দুর্ভোগ পোহাচ্ছেন ৩ উপজেলার কয়েক লাখ মানুষ।  

ব্যস্ততম এ সড়ক দু'টি দিয়ে প্রতিদিন অসংখ্য পন্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করায় এবং বর্তমান ধারাবাহিক বৃষ্টি পাতের ফলে এসব খাল-খুন্দা ভংঙ্কর  আকার ধারণ করেছে।

ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ জনগণ চলা-চল করছে।  

এতে ভোগান্তি বেড়েছে রাস্তায় চলাচলকারিদের। ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। ক'দিন আগেও সদরপুরের ৪ রশি এলাকার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী মৃত্যুবরণ করেছে।

এ ছাড়াও এই সড়ক দু'টিতে ছোট-বড় অনেক দুর্ঘটনায় মানুষ আহত ও অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসীর দাবি, শীঘ্রই যেন সড়ক দু'টি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল