বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে সংগীত শিক্ষকের মৃত্যু

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে সংগীত শিক্ষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রিটন কুমার মন্ডল (৪০) নামে এক সংগীত শিক্ষক, তবলা বাদক ও কন্ঠশিল্পীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

কন্ঠশিল্পী রিটন কুমার মন্ডল বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার লক্ষিকান্ত মন্ডলের ছেলে। মৃত্যুর মাত্র ৪২ দিন আগে বিয়ে করেন বাগেরহাট শিশু একাডেমির জনপ্রিয় এই সংঙ্গীত শিক্ষক।

বাগেরহাটের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশনের পাশাপাশি বেতার ও টেলিভিশনে গান গাইতেন কন্ঠশিল্পী রিটন। তার মৃত্যুতে বাগেরহাটের সাংস্কৃতিক অংগনে শোকের ছায়া নেমে এসেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর পর কন্ঠশিল্পী রিটনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে দুপুরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।

 

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল