অর্থনীতি নিয়ে আশার বাণী শোনাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড

অর্থনীতি নিয়ে আশার বাণী শোনাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড

যুক্তরাজ্য প্রতিনিধি

যুক্তরাজ্যে মহামারি করোনা ভাইরাস মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও মারাত্মক প্রভাব ফেলেছে। অর্থনীতির এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য সরকার।

তবে আশার কথা শোনাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভাইরাসের প্রভাবে অর্থনীতি যে মাত্রায় সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছিল তার চেয়ে অনেকাংশে কম হবে বলছে ব্যাংক অফ ইংল্যান্ড।

তবে এই ধকল কাটিয়ে উঠতে অনেক সময় লাগার কথাও বলছে প্রতিষ্ঠানটি।

গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, গত কয়েক মাসে অর্থনীতি নিয়ে মে মাসে আমরা যেটি ধারণা করেছিলাম তার চেয়ে দ্রুত গতিতে ভালোভাবে পূর্বের অবস্থায় ফিরছে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় পন্য এবং পোশাক ক্রয়ে মানুষের ব্যয় করার সক্ষমতা মহামারীর পূর্বের অবস্থায় পৌঁছে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর