দেশবরেণ্য সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে

দেশবরেণ্য সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শনিবার (০৮ আগস্ট) ভোরে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ার কিছুক্ষণ পরই কাবে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

জানা গেছে, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত ভেন্টিলেটর ব্যবস্থায় নেওয়া হয়েছে।

এছাড়া তার রক্তচাপ, হৃদস্পন্দনও স্বাভাবিক হচ্ছে না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

দীর্ঘদিন ধরেই ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন দেশের সঙ্গীত জগতের এই উজ্জ্বল ব্যক্তিত্ব।

উন্নত চিকিৎসার জন্য ২০১৫ সালে তাকে ব্যাংককে নেওয়া হয়েছিল।

সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। অনেকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন, একইসঙ্গে ক্যান্সারেরও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর