মহাদেবপুরে বাড়ির বারান্দায় বৃদ্ধের মরদেহ

প্রতীকী ছবি

মহাদেবপুরে বাড়ির বারান্দায় বৃদ্ধের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের হালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল। মারা যাওয়া ব্যক্তির নাম টেপু মংলা (৭০)।

তার বাবার নাম জয়দেব মংলা (মৃত)।

টেপুর ছেলে সিরাজ জানান, গত রাতে তার বাবা নিজ বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। সকালে প্রতিবেশী নিরঞ্জন ও তার স্ত্রী তাকে ডেকে বলে যে, তার বাবা মনে হয় মারা গেছেন। এরপর তিনি বাইরে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছেন।

ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।  

ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল