বিশ্বের ৬০টিরও বেশি ভাষা চেনে দেশে তৈরি এই অ্যাপস

অনলাইন ডেস্ক

বিশ্বের ৬০টিরও অধিক ভাষা চিনতে পারে অ্যাপস। মুহূর্তেই পিডিএফ বা কোনো ছবি থেকে কপি করে দেবে লেখা। বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাল্লা দিয়ে এমন অ্যাপস তৈরি হচ্ছে বাংলাদেশেও। নির্মাতার দাবি আউট সোর্সিংসহ অফিসের কাজ সহজ করবে বঙ্গ স্ক্যানার নামের অ্যাপ্লিকেশনটি।

বঙ্গ স্ক্যানার। এটি সাধারণ কোনো স্ক্যানার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপসটি চিনতে পারে বিশ্বের অন্তত ৬০টি ভাষা। মুহূর্তেই যে কোনো ছবির লেখা বের করে সহজ করবে ব্যবহারকারীর কাজ।

শুধু তাই নয় এর সাথে লিংক করা আছে গুগল ট্রান্সলেটর। ফলে বিশ্বের যে কোনো ভাষায় মুহূর্তেই অনুবাদ করে দেবে এই অ্যাপ্লিকেশন।

নির্মাতা জুবাইর হোসেন জানান, বিশ্বমানের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ ফ্রি-তে।

শুধু তাই নয়, পৃষ্ঠপোষকতা পেলে এই অ্যাপ্লিকেশন থেকে আয় করা যাবে বৈদেশিক মুদ্রাও।

এরই মধ্যে গুগল প্লেষ্টোরে পাওয়া যাচ্ছে বঙ্গ স্ক্যানার, শিঘ্রই যা মিলবে এপোল স্টোরেও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর