ভেন্টিলেশন সাপোর্টে প্রণব মুখার্জি

ভেন্টিলেশন সাপোর্টে প্রণব মুখার্জি

অনলাইন ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।  

ভারতীয় এ গণমাধ্যমটি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।
তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সংক্রমিত হওয়ার বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছিলেন।

টুইট বার্তায় তিনি বলেন, অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করবো, যারা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম