আজ শেষ হচ্ছে করোনা বুলেটিন

আজ শেষ হচ্ছে করোনা বুলেটিন

অনলাইন ডেস্ক

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ হচ্ছে।  

বুধবার (১২ আগস্ট) থেকে নিয়মিত এই বুলেটিন আর হবে না। আজই বুলেটিনের শেষ দিন।

আজকের পর থেকে আর লাইভ বুলেটিন হবে না বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর বদলে করোনা সংক্রান্ত হালনাগাদ তথ্যগুলো লিখিত বুলেটিন আকারে গণমাধ্যমে পাঠানো হবে।  

বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।

গত ৪ মাস ধরে দেশের করেনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন বুলেটিন প্রচার করে আসছে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজ কার্যালয়ে নিজেই ব্রিফিং করতেন। এরপর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন করতে শুরু করে অধিদফতর।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক