বরফে ঢাকা পড়েছে ইউরোপ, ২৪ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

বরফে ঢাকা পড়েছে ইউরোপ, ২৪ জনের মৃত্যু

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রচণ্ড ঠাণ্ডায় কাঁপছে ইউরোপ। নতুন করে তীব্র কনকনে আবহাওয়া ইউরোপের নানা দেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বরফে ঢেকে গেছে পুরো ইউরোপ।

প্রচণ্ড ঠাণ্ডায় বাড়ছে মৃতের সংখ্যাও। ইতোমধ্যে ঠাণ্ডাজনিত কারণে ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে লন্ডনে ১০ জন, পোল্যান্ডে পাঁচজন, ফ্রান্সে চারজন, লিথুনিয়ায় তিনজন, ইতালিতে একজন এবং রোমানিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই গৃহহীন ও বয়স্ক ব্যক্তি।

এদিকে ঠাণ্ডায় বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। এতে বাড়ছে দুর্ঘটনাও। পুলিশ জানিয়েছে, কেবল উওর জার্মানির লুবেক শহরেই পিচ্ছিল রাস্তায় কয়েক ঘণ্টার মধ্য শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনায় পড়ে সুইডেনের প্রধানমন্ত্রীর গাড়িও। তবে প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি।  

ইউরোপের একাধিক আঞ্চলিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এই অঞ্চলের ট্রেন ও বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। শীতের তীব্রতার কারণে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। চলতি সপ্তাহের শেষ নাগাদ শীতের তীব্রতা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

অনেক শহরে গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাতে কোনো গৃহহীন আশ্রয়কেন্দ্রে যেতে অস্বীকৃতি জানালে তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে বেলজিয়াম পুলিশকে।

চলতি সপ্তাহের প্রথম থেকেই‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’নাম দেওয়া শৈত্যপ্রবাহে ইউরোপের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ব্রিটিশ আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ ফ্রাঙ্ক সাউন্ডেরস জানিয়েছেন এই সপ্তাহে ১৯৯১ সালের পর ইংল্যান্ড ওয়েলসে সর্বোচ্চ ঠান্ডা পড়বে।