কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। বাকিদের করোনা উপসর্গ ছিলো।  

মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী।

 

মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করপাতি গ্রামের আবদুল বারেক (৭০), কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকার ধীরেন্দ্রনাথ বণিকের স্ত্রী সন্ধ্যা বণিক (৭৫) ও চাঁদপুর জেলার কচুয়ার লাল মোহন সরকার (৭০)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের মকবুল আহমেদ (৮০), কুমিল্লার চান্দিনা উপজেলার গোলাম মোস্তফা (৪৫) ও চাঁদপুর জেলার হাফানিয়া এলাকার শফিকুল ইসলাম (৫৯)।

প্রসঙ্গত, এই হাসপাতালে করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক