বায়োটেক পণ্য উৎপাদনে ত্রিপাক্ষীয় চুক্তি

অনলাইন ডেস্ক

বাংলাদেশেও হতে যাচ্ছে বায়োটেক পণ্য উৎপাদন। সেই লক্ষে অরিক্স বায়োটেক লিমিটেডকে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ২৫ একর জমি বরাদ্দ দিয়েছে তথ্য-প্রযুক্তি বিভাগ। মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে হাইটেক পার্ক, সামিট গ্রুপ, অরিক্স বায়োটেক লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষীয় চুক্তি সাক্ষরিত হয়।

মানব দেহের প্লাজমা থেকে তৈরি হয় বায়োটেক পণ্য।

এইচআইভি এইডস, ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় বায়োটেক ওষুধ এখন বহুল ব্যবহৃত। বাংলাদেশেও উৎপাদিত হতে যাচ্ছে বায়োটেক পণ্য। অরিক্স বায়োটেক লিমিটেড কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তৈরি করবে বায়োটেক প্লান্ট। যেই প্লান্ট বছরে ১২শ টন প্লাজমা বিশ্লেষণ করতে সক্ষম।

মঙ্গলবার সকালে রাজধানীর আইসিটি টাওয়ারে এ বিষয়ে একটি ত্রিপাক্ষীক চুক্তি সাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশেষ হিসেবে অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই প্রকল্পে নিবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা জানান তিনি।

এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশে বিনিয়োগ হবে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার। সাথে তৈরি হবে ২ হাজার মানুষের কর্মসংস্থান বলেন, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী।

প্রস্তাবিত বিনিয়োগের ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ভেতর এরই মধ্যে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে অরিক্স বায়োটেক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর