ফকিরহাটের ইউএনও করোনা আক্রান্ত

ফকিরহাটের ইউএনও করোনা আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির রহমানসহ দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুধু ফকিরহাট উপজেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৭ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। সুস্থ্য হয়েছেন ১৩১ জন।

এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২৩

জনে। জেলায় আক্রান্তদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির রহমানসহ নতুন করে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭২৩ জনে। করোনা আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১০ জন, বাগেরহাট সদরে ২ জন, মোরেলগঞ্জে ২ জন, মোংলা উপজেলায় ২ জন, শরণখোলায় ১ জন ও কচুয়ায় ১ জনের মৃত্য হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৫০ জন। অন্যরা
চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংর্স্পশে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর