আইপিএলে অবশেষে ‘ডিআরএস’ প্রযুক্তি

আইপিএলে অবশেষে ‘ডিআরএস’ প্রযুক্তি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকেই  ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা করে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  শেষ পর্যন্ত ২০১৬ সালে ইংল্যান্ডের ভারত সফরে ব্যবহৃত হয় ডিআরএস প্রযুক্তি। সেবারই প্রথম ডিআরএসের ব্যাপারে নমনীয় হয় বিসিসিআই। তারই ধারাবাহিকতায় এবারের আইপিএলে ব্যবহৃত হতে যাচ্ছে এই প্রযুক্তি।

বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা বেশ কয়েকবার ডিআরএস ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করেছি। তবে এই বছর সিদ্ধান্ত নিতে পেরেছি যে, আইপিএলেও আমরা ডিআরএস ব্যবহার করব।  এই আসরে আমরা প্রায় সব ধরনের প্রযুক্তিই ব্যবহার করছি। তাহলে ডিআরএস নয় কেন? ভারতের আন্তর্জাতিক ম্যাচে গেল দেড় বছর ধরে আমরা এটা ব্যবহার করছি।

তিনি আরো জানিয়েছেন, গেল ডিসেম্বরে বিসিসিআই ১০ জন স্থানীয় আম্পায়ারকে বাছাই করেছে।  তাদেরকে আইপিএলে ডিআরএস পদ্ধতি ব্যবহারের ওপর দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।  আইসিসির আম্পায়ারিং প্রশিক্ষক ডেনিস বার্নস ও 
এলিট প্যানেলের আম্পায়ার পল রাইফেল ডিআরএসের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় আম্পায়ারদের প্রশিক্ষণ দেন।

আগামী ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস ম্যাচের মধ্য দিয়ে আইপিএলের একাদশ আসরের পর্দা উঠবে।  


 

সম্পর্কিত খবর