লেবানন থেকে দেশে ফিরলেন ৭১ বাংলাদেশি

লেবানন থেকে দেশে ফিরলেন ৭১ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সেদেশে আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।  

দেশটিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই ৭১ বাংলাদেশি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সোয়া ৭টায় ৭১ জন বাংলাদেশি নিয়ে বিমানটি দেশে অবতরণ করে।

তবে, এতে ৭৩ জন বাংলাদেশি ফেরার কথা ছিল। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

প্রসঙ্গত, লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হন।

এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ