হজের নিবন্ধন চলছে, ফ্লাইট শুরু ১৪ জুলাই

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। 

হজের নিবন্ধন চলছে, ফ্লাইট শুরু ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

এ বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ১১ মার্চ পর্যন্ত। এই  বৃহস্পতিবার সচিবালয়ে এই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।  

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের পথে রওনা দেবে। আর এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে।

ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন।


ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজ আছে। প্যাকেজ ১-এর জন্য লাগবে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা।

আর প্যাকেজ ২-এর জন্য লাগবে তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিমান ভাড়া হবে এক লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা। বাড়ি ভাড়াসহ অন্যান্য ব্যয় হজ এজেন্সিগুলো যেভাবে সার্ভিস দেবে সেভাবে সমন্বয় করে যুক্ত করবে।

এদিকে, বিভিন্ন অনিয়মের কারণে ২০১৭র' হজ কার্যক্রমে অংশ নেওয়া ৬৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও জরিমানা এবং ১৭টি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। । এর বাইরে ১১২টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর