রাজশাহী রেঞ্জের এসপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

রাজশাহী রেঞ্জের এসপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক

রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৩৮৫/৩০৭/৩২৬/৩২৫/৪২০/৪০৬/৩৮৫/৩৮৩/৫০৬ ধারায় চাঁদাবাজি, মারধরসহ বেশক'টি অভিযোগ আনা হয়েছে।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখলের নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী সালাহউদ্দিন।   

মামলার আর্জিতে বাদী গোলাম মোস্তফা নিজেকে অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীর নিকটাত্মীয় হিসেবে উল্লেখ করেন। সেই সুবাদে এসপি বেলায়েত হোসনের সঙ্গে বাদীর সম্পর্ক ভালো ছিল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল