নাটোরে শিক্ষিকাকে হত্যাচেষ্টা মামলার আসামির গ্রেপ্তারের দাবি

নাটোরে শিক্ষিকাকে হত্যাচেষ্টা মামলার আসামির গ্রেপ্তারের দাবি

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরেসেই প্রাইভেট শিক্ষিকাকে হত্যাচেষ্টার অন্যতম আসামি এনামুল হক রানার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  

বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে, উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের আলোচিত প্রাইভেট শিক্ষিকা রুমা খাতুনকে হত্যাচেষ্টার অন্যতম আসামি এনামুল হক রানাকে গ্রেপ্তার করতে টালবাহানা করছে পুলিশ।  

এছাড়া এজাহার থেকে মামলার দ্বিতীয় আসামি এনামুল হক রানার নাম বাদ দেয়ার অপচেষ্টা করছে পুলিশ।  

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে শেফালী বেগম, শাহনাজ পারভীন, শাপলা বেগম, রোকেয়া বেগম, মিনা খাতুন, স্বজন পারভীন আক্তারসহ গ্রাম্য প্রধান আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

 

গত ৪ আগস্ট বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে শিক্ষিকা রুমা খাতুনকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়। ৬ আগস্ট ভুক্তভোগীর স্বামী বাদশা আলম বাদী হয়ে রানাসহ ৩ জনকে আসামি করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল